Prompt
তোমায় ছেড়ে বহুদূরে,
যাবো কোথায়? জানি না যে,
তোমার ছায়া, তোমার স্মৃতি,
সবখানে মিশে আছে।হৃদয় জুড়ে বেদনার সুর,
তবু মনে রাখি সেই দূর,
তোমার কথায়, তোমার হাসি,
আজো ব্যথায় ভাসি।চোখের জলও ফুরাবে না,
তোমার ছোঁয়া, তোমার স্নেহে,
এই মনটা জুড়াবে না।তোমায় ছেড়ে বহুদূরে,
যাবো কোথায়? জানি না যে,
প্রেমের পথের শেষে,
আছ তুমি কেমন করে?যদি এ জীবন ফুরিয়ে যায়,
তোমার পথে চোখ ফেরায়,
তুমি ছাড়া, কে আছে আর,
এ পথে আমার অপেক্ষায়?
Comments
0 Comments
Sort by
No comments yet. Be the first!

