Prompt
যেভাবে জ্বালাবি আমি জ্বলবো সেই ভাবে,
তুই যদি আগুন হোস, আমি হবো পাখা হাওয়া।
তুই যদি চাঁদ হোস, আমি হবো জলের ঢেউ,
ভাসবো তোর আলোয় সারারাত কেঁপে কেঁপে।
(প্রি-কোরাস)
ভালোবাসা মানে তুই, জ্বালা মানে তুই,
তোর ছোঁয়াতেই জেগে উঠি, স্বপ্নে হারাই আমি।
(কোরাস)
তুই যেদিকে তাকাস, সেদিকে হাওয়া বই,
তোর নিঃশ্বাসে বাঁচি আমি, তোর নামেই কান্না হাসি।
যেভাবে জ্বালাবি আমি জ্বলবো সেই ভাবে,
ভালোবাসা মানেই তুই, জ্বালা মানেই প্রেম।
(অন্তরা ২)
তুই যদি হারাস, আমিও হারাবো,
তুই যদি দূরে যাও, আমি থেমে যাবো।
তুই যদি বলিস “থাক”, আমিও থাকবো চুপচাপ,
শুধু তোর ছায়ায় কাটাবো রাত-দিন একসাথে।
(পুনরায় কোরাস)
তুই যেদিকে তাকাস, সেদিকে হাওয়া বই,
তোর নিঃশ্বাসে বাঁচি আমি, তোর নামেই কান্না হাসি।
যেভাবে জ্বালাবি আমি জ্বলবো সেই ভাবে,
ভালোবাসা মানেই তুই, জ্বালা মানেই প্রেম।
(আউটরো)
শেষ যদি আসে, আসুক তোরই বাহুতে,
জ্বালবি আমায় যত, আমি ততই প্রেম দেবো তোর নামে...
জ্বলবো সেই ভাবে...